তুরাগের রানাভোলা এলাকার একটি ইলেকট্রনিক্স কারখানায় অগ্নিকাণ্ড

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬৩৫ বার পড়া হয়েছে
তুরাগের রানাভোলা এলাকার একটি ইলেকট্রনিক্স কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সকাল সাড়ে আটটার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে।
ডিসেন্ট ইলেক্ট্রো নামের প্রতিষ্ঠানটির একটি গুদাম ঘর থেকে আগুণের সূত্রপাত হয়েছে বলে জানা যায়। তবে ফায়ার সার্ভিস বলছে অগ্নিকাণ্ডের ঘটনাটি কোন পূর্বপরিকল্পিত কিনা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এদিকে, অগ্নিকাণ্ডের তথ্য সংগ্রহ করতে গেলে গণমাধ্যমর্কীদের বাধা দেয় প্রতিষ্ঠানটির একাধিক কর্মচারী ও কর্মকর্তারা। স্থানীয় ওয়ার্ড সচিব জানায়, ফায়ার লাইসেন্স ও পরিবেশ ছাড়পত্র ছাড়াই ওই প্রতিষ্ঠানটি ঝুঁকিপূর্ণভাবে স্থানটিতে ইলেকট্রনিক্স পণ্য উৎপাদন ও বাজারজাত করে আসছিল।