করোনা সংক্রমণ কমাতে ১১ দফা বিধিনিষেধ বহাল থাকবে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৫৩:৪২ অপরাহ্ন, শনিবার, ৫ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৮৪ বার পড়া হয়েছে
করোনা ভাইরাস প্রতিরোধে সংক্রমণ না কমা পর্যন্ত ১১ দফা বিধিনিষেধ অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।
শনিবার দুপুরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে এ কথা জানান তিনি। এ সময় ডিজি আরও বলেন, সংক্রমণ কমলে বিধিনিষেধ তুলে নিতে সুপারিশ করা হবে। আপাতত ১১ বিধিনিষেধ বহাল থাকবে। ডিজি বলেন, এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অবকাঠামোগত উন্নয়ন কর্মকাণ্ড চলছে। এগুলো শেষ হলে প্রতিষ্ঠানের সমস্যাগুলো থাকবে না।


















