দক্ষিণ বঙ্গোপসাগরে দমকা হাওয়ার কবলে পড়ে ১৮টি মাছ ধরার ট্রলার ডুবি

- আপডেট সময় : ০২:১৪:২৫ অপরাহ্ন, শনিবার, ৫ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬০১ বার পড়া হয়েছে
দক্ষিণে বঙ্গোপসাগরে দমকা হাওয়ার কবলে পড়ে ১৮টি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে মো. শাহিনুর ও মো. মোতাচ্ছির নামে দুই জেলে নিখোঁজ রয়েছেন। তাদের বাড়ি বাগেরহাটের রামপালে।
শুক্রবার রাত ১০ টায় বঙ্গোপসাগরের দুবলারচর এলাকায় এ ঘটনা ঘটে। গতরাতে তারা মাছ ধরতে সাগরে যান। কিন্তু হঠাৎ ঝড়ের কবলে পড়ে দুর্ঘটনার শিকার হয় ১৮টি ফিসিং ট্রলার। এ সময় দুবলায় আটটি এবং তার পার্শ্ববর্তী এলাকা আলোরকোল এলাকায় আরও ১০টি ফিশিং ট্রলার ডুবে যায়।পরে অন্য ট্রলারের সাহায্যে ১৫৪ জেলে ফিরে আসতে পারলেও রামপালের দূর্গাপুর গ্রামের মো. ইদ্রিসের ছেলে মো. শাহিনুর ও ইসলামাবাদ গ্রামের মো. ছোট্টোর ছেলে মো. মোতাচ্ছির নিখোঁজ রয়েছেন। এই জেলেদের উদ্ধারে দুবলার ১শ’ ট্রলার এবং কোস্টগার্ডের দুটি জাহাজ অভিযানে নেমেছে ।এদিকে দূর্যোগপূর্ণ আবহাওয়ায় দুবলার চরের প্রায় দুই কোটি টাকার শুটকি মাছ নষ্ট হয়েছে বলেও জানান দুবলা ফরেস্ট ক্যাম্পের ওসি প্রহ্লাদ চন্দ্র রায়।