নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়েছে হাটহাজারী উপজেলা প্রশাসন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৮:২৯ অপরাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৯০ বার পড়া হয়েছে
দক্ষিণ-পূর্ব এশিয়ার একমাত্র মৎস্য প্রজনন ক্ষেত্র ও বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়েছে হাটহাজারী উপজেলা প্রশাসন। এসময় জব্দ করা হয় ২ হাজার ৫শ’ মিটার ঘেরা জাল।
উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ শাহিদুল আলমের নেতৃত্বে হাটহাজারী এবং রাউজানের বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়। তিনি বলেন, শীতের মৌসুমে মা মাছ নিধনে গতরাতে নদীতে জাল ফেলে মৎস্য শিকারীরা। খবর পেয়ে অভিযানে নামে প্রশাসন। হালদা নদীর মা মাছ রক্ষায় অভিযান অব্যাহত রাখার কথা জানানো হয়। অভিযানে আইডিএফ মৎস কর্মকর্তা, গ্রাম পুলিশ ও সেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তারা অংশ নেন।
























