ইউক্রেনের সাথে জোরপূর্বক রাশিয়ার যুদ্ধ বাধাতে চাইছে যুক্তরাষ্ট্র

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৪:২০ অপরাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৭০ বার পড়া হয়েছে
ইউক্রেনের সাথে জোরপূর্বক রাশিয়ার যুদ্ধ বাধাতে চাইছে যুক্তরাষ্ট্র। আঞ্চলিক উত্তেজনা চলাকালে প্রথমবার এমন অভিযোগ করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
হাঙ্গেরির প্রধানমন্ত্রীর সাথে যৌথ সংবাদ সম্মেলনে পুতিন বলেন, যুদ্ধে জড়ালে মস্কোর ওপর নিত্যনতুন নিষেধাজ্ঞা আরোপ করা সহজ হবে। বেশ কিছুদিন ধরেই এ হুমকি-হুঁশিয়ারি দিচ্ছে পশ্চিমারা। সেই পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজন একটি সত্যিকারের যুদ্ধ। যেখানে ইউক্রেনকে দাবার গুটি হিসেবে ব্যবহার করা হচ্ছে। সংঘাত বাঁধলে দেশটির ক্ষয়ক্ষতি বা প্রাণনাশের ব্যাপারে যুক্তরাষ্ট্রের কোনো মাথাব্যথা নেই- এমনটাও উল্লেখ করেন পুতিন। গেলো বছরের শেষ নাগাদ রাশিয়া-ইউক্রেনের মধ্যে দেখা দেয় চাপা আঞ্চলিক উত্তেজনা। দু’দেশই মোতায়েন করেছে বিপুল সেনা, ভারি সামরিক সরঞ্জাম, প্রতিদিন চলছে মহড়াও।