জাতিসংঘের দুই বিশেষজ্ঞ হত্যার দায়ে ৫১ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে কঙ্গোর সামরিক আদালত
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ৩০ জানুয়ারী ২০২২
- / ১৬২৬ বার পড়া হয়েছে
জাতিসংঘের দুই বিশেষজ্ঞ হত্যার দায়ে ৫১ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে কঙ্গোর সামরিক আদালত।
পাঁচ বছর আগে দেশটির বিরোধপূর্ণ কাসাই অঞ্চলে সহিংসতার ঘটনার তদন্তে গিয়ে জাইদা কাতালান ও মাইকেল শার্প নামে দুজন বিশেষজ্ঞ হত্যার শিকার হয়ছিলেন। সরকারি বাহিনী ও একটি সশস্ত্রগোষ্ঠীর মধ্যে সহিংসতার ঘটনার তদন্ত করতে কাসাই গিয়েছিলেন মানবাধিকার এই দুই কূটনীতিক। রাস্তার পাশে তাদের গাড়ি রোধ করে হত্যা করা হয়। নিখোঁজ হওয়ার পর একই বছর ২৮ মার্চ একটি গ্রামে তাদের মরদেহ পাওয়া যায়। দেশটির কর্তৃপক্ষ দাবি করে সশস্ত্রগোষ্ঠীর লোকেরা তাদের হত্যা করেছে। মানবাধিকার এই দুই কূটনীতিককে হত্যার ঘটনা ব্যাপকভাবে নাড়া দেয় বিশ্বকে।


























