ময়মনসিংহে করোনা সংক্রমনরোধে কোচিং সেন্টার বন্ধে অভিযান

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫০:১২ অপরাহ্ন, শনিবার, ২৯ জানুয়ারী ২০২২
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
ময়মনসিংহে করোনা সংক্রমনরোধে কোচিং সেন্টার বন্ধে অভিযান চালিয়েছে জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট।
সকালে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নগরীর বাউন্ডারী রোড, নাহা রোড, নতুন বাজার এবং জিলা স্কুল মোড়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের খবর পেয়ে তড়িগড়ি করে সকল কোচিং সেন্টার বন্ধ করে দেয় শিক্ষকরা। এসময় রাস্তায় শত-শত শিক্ষার্থী জড়ো হয়। তবে কাউকে জেল জরিমানা না করলেও শেষবারের মত কোচিং সেন্টার বন্ধে সতর্ক করা হয়। স্বাস্থ্যবিধি নিশ্চিতের লক্ষে নিয়মিত অভিযান পরিচালনার কথা জানিয়েছেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা হাসান। এসময় জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মহিদুল ইসলামসহ আইনশৃঙ্খলাবাহিনীর লোকজন উপস্থিত ছিলেন।