মানিকগঞ্জের শিবালয়ে যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশার চালকসহ তিনজন নিহত
																
								
							
                                - আপডেট সময় : ০৪:২০:৪২ অপরাহ্ন, শনিবার, ২৯ জানুয়ারী ২০২২
 - / ১৬৬২ বার পড়া হয়েছে
 
মানিকগঞ্জের শিবালয়ে উপজেলার মহাদেবপুর বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশার চালকসহ দুই যাত্রী নিহত হয়েছে। এছাড়াও সিরাজগঞ্জ, গাজীপুর, ফরিদপুর ও চুয়াডাঙ্গায় ৭ জন নিহত হয়েছে।
ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের শিবালয়ে যাত্রীবাহী বাসের চাপায় নিহত হয়েছে তিনজন। এর মধ্যে অটোরিকশার চালক ও দুই যাত্রী। বরঙ্গাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রিয়াদ মাহমুদ জানান, দুপুরে মহাদেবপুর বাসস্ট্যান্ড এলাকায় পাটুরিয়াগামী বাস অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই দুই যাত্রী মারা যায়। পরে একজনকে হাসপাতালে নেয়ার পথে তিনিও মারা যান।
সিরাজগঞ্জের সলঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারী এনজিও কর্মীসহ দু’জন নিহত হয়েছে। সকালে হাটিকুমরুল-বগুড়া মহাসড়কের সলঙ্গা থানার দত্তকুশায় এবং হাটিকুমরুল-নাটোর মহাসড়কের সলংগায় নাইমুড়ি রুয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা দুটি ঘটে। পুলিশ জানায়, দত্তকুশায় রাস্তা পার হওয়ার সময় গাড়ীচাপায় ঘটনাস্থলেই মারা যান মাহমুদা আক্তার মিশু। অপরদিকে মহাসড়কের নাঈমুড়ী রুয়াপাড়ায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে মারা যান মকবুল হোসেন।
গাজীপুরের কোনাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। দুপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বাইপাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায় মোটরসাইকেল আরোহী দুইজন দুপুরের দিকে চন্দ্রা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলেই মারা যান।
ফরিদপুর-বরিশাল মহাসড়কের হামেরদীতে গেলো রাতে ট্রাকের ধাক্কায় মোটর সাইকেলের ২ আরোহী নিহত হয়েছে।
গেলো রাতে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পিকআপ ভ্যানের ধাক্কায় জিসান আহম্মেদ নামে এক শিশু নিহত হয়েছে।
																			
																		
















