টাঙ্গাইলের ধনবাড়ীতে ট্রাক-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৫৩:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জানুয়ারী ২০২২
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের ধনবাড়ীতে ট্রাক-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে।
সকালে ধনবাড়ীর কয়াপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। ধনবাড়ী ফায়ার সার্ভিস কর্মকর্তা তারিকুল ইসলাম জানান,সকালে জামালপুর থেকে ছেড়ে আসা ইট বোঝাই একটি ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল। ধনবাড়ী পৌঁছলে ধনবাড়ীগামী পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয় থানার কর্মকর্তা মোহাম্মদ চান মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহত পিকআপের চালক ও সহযোগিকে কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দুজন। ঘাতক ট্রাকের চালক এবং সহযোগি পালিয়ে গেছে। ট্রাকটি জব্দ করেছে পুলিশ।