ওমিক্রনের তাণ্ডবে গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত ১৬ হাজার ৩৩ জন
 
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৮:৩৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জানুয়ারী ২০২২
- / ১৬০১ বার পড়া হয়েছে
করোনার অতি সংক্রমণশীল ভ্যারিয়েন্ট ওমিক্রনের তাণ্ডবে গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন ১৬ হাজার ৩৩ জন। মহামারিকালে এটি দ্বিতীয় সর্বোচ্চ শনাক্ত। বিকেলে স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানায়।
গত বছরের ২৮ জুলাই ১৬ হাজার ২৩০ জন শনাক্ত হয়েছিলেন। নতুন শনাক্ত হওয়া রোগীদের নিয়ে দেশে সরকারি হিসেবে মোট শনাক্তের সংখ্যা ১৭ লাখ ছাড়ালো। এই সময়ে ভাইরাসটিতে সংক্রমিত হয়ে মারা গেছেন আরও ১৮ জন। দেশে কোভিড আক্রান্ত হয়ে মোট ২৮ হাজার ২৫৬ জন মারা গেলেন। গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা পরীক্ষায় রোগী শনাক্তের হার ৩২ দশমিক ৪০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ৮৫ শতাংশ আর মৃত্যু এক দশমিক ৬৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সংগ্রহ করা ৪৯ হাজার ৬৯৭টি নমুনার মধ্যে পরীক্ষা হয়েছে ৪৯ হাজার ৪৯২টি।

 
																			 
																		














