রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্বে বদলে যেতে পারে বিশ্ববাজার
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৪ জানুয়ারী ২০২২
- / ১৬০৬ বার পড়া হয়েছে
রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্বে বদলে যেতে পারে বিশ্ববাজার। স্বার্থসিদ্ধির জন্য রাশিয়া, ইউক্রেন আক্রমণ করতে পারে বলে মনে করছে পশ্চিমারা।
আশঙ্কা সত্যি হলে বেশ কয়েকটি অর্থনৈতিক বাজারে বিশাল পরিবর্তন আসতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞরা। ইউক্রেনে আক্রমণ হলে বিশ্ববাজারের বন্ড, শস্যদানা, তেল-গ্যাসসহ অন্তত চারটি বাজারে নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছে কয়েকটি বিদেশি সংবাদমাধ্যম। সামরিক পদক্ষেপের কারণে কোনো বাজারে অধঃপতন হলে তার সম্মুখসারিতে থাকবে রাশিয়া ও ইউক্রেন। রাজনীতির কারণে বৈদেশিক মুদ্রার বাজারে উল্লেখযোগ্য অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে মনে করছে বিশেষজ্ঞরা।
















