ইউক্রেনে মার্কিন দূতাবাসের কর্মীদের পরিবার ও স্বজনদের সে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৫২:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৪ জানুয়ারী ২০২২
- / ১৬০২ বার পড়া হয়েছে
ইউক্রেনে মার্কিন দূতাবাসের কর্মীদের পরিবার ও স্বজনদের সে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। ওই অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই এমন নির্দেশ দিল যুক্তরাষ্ট্র।
ইউক্রেনের দূতাবাসের অপরিহার্য নয়—এমন কর্মীদেরও সে দেশ ছাড়ার অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগ। এদিকে, চলমান উত্তেজনা এবং ‘মার্কিন নাগরিকদের হয়রানির আশঙ্কা রয়েছে’ উল্লেখ করে তাঁদের রাশিয়ায় ভ্রমণ না করার সতর্কবার্তা দিয়েছে মার্কিন পররাষ্ট্র বিভাগ। মার্কিন পররাষ্ট্র বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে—রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে বড় ধরনের সামরিক হামলার পরিকল্পনা করছে। তবে, ইউক্রেন আক্রমণের পরিকল্পনা করার এমন মার্কিন দাবি সরাসরি অস্বীকার করেছে রাশিয়া।


























