রাশিয়া যে কোনো মুহূর্তে ইউক্রনে আক্রমণ করতে পারে : আশংকা যুক্তরাষ্ট্রের

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩২:১৮ অপরাহ্ন, বুধবার, ১৯ জানুয়ারী ২০২২
- / ১৫৯৩ বার পড়া হয়েছে
রাশিয়া যেকোনো মুহূর্তে ইউক্রেনে আক্রমণ করতে প্রস্তুত বলে জানিয়েছে হোয়াইট হাউস। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কূটনীতিকদের মধ্যকার বৈঠককে সামনে রেখে গতকাল এ তথ্য জানায় দেশটি। প্রেস সচিব জেন সাকি, এ আশংকার কথা জানান।
আগামী শুক্রবার জেনেভায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিনকেনের সঙ্গে রাশিরার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের বৈঠক হবে। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানায় ব্লিনকেনের লক্ষ্য রাশিয়াকে ইউক্রেন থেকে পিছিয়ে আনতে কূটনৈতিক পথ বের করা। সীমান্তে রাশিয়ার সেনা মোতায়েনে ইউক্রেন, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলো গভীর উদ্বেগ প্রকাশ করেছে। যদিও মস্কো বারবার হামলার পরিকল্পনার কথা অস্বীকার করেছে।