নওগাঁয় দুর্বৃত্তদের হামলায় এক গৃহবধূ নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩১:১৪ অপরাহ্ন, সোমবার, ১৭ জানুয়ারী ২০২২
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
নওগাঁয় দুর্বৃত্তদের হামলায় সাথী বানু নামে এক গৃহবধূ নিহত হয়েছে।
পুলিশ জানায়, রাতে নওগাঁ শহরে ছোট বোনের বাড়ি থেকে মোটরসাইকেল করে স্ত্রী সাথী বানুকে নিয়ে নিজ বাড়িতে যাচ্ছিলো আকরাম। এসময় দুবলহাটি এলাকার যমুনি নামক স্থানে আসলে তাদের উপর হামলা চালায় কয়েকজন দুর্বৃত্ত। মোটর সাইকেল চলা অবস্থায় দুর্বৃত্তরা পিছন থেকে লাঠি দিয়ে তাদের মাথায় আঘাত করলে, মোটরসাইকেল থেকে পড়ে যায় স্বামী-স্ত্রী। এসময় আকরামের মাথায় হেলমেট থাকায় তার কিছু না হলেও স্ত্রী সাথীর মাথায় গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। এ সময় এলাকাবাসী ছুটে আসলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় সাথীর স্বামী আকরাম আলী আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে।