স্বাধীনতা কাপের ফাইনাল শনিবার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জানুয়ারী ২০২২
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
শনিবার স্বাধীনতা কাপের ফাইনাল। সেন্ট্রাল জোনের মুখোমুখি হবে সাউথ জোন। সিলেটে সকাল ৯টায় শুরু হবে ম্যাচ।
দু’দলই দুটি ম্যাচ জিতে ফাইনাল নিশ্চিত করেছে। তাই সমান আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে তারা। তবে, সাকিব না থাকায় কিছুটা চিন্তিত সেন্ট্রাল জোন। যদিও সৌম্য, মাজিদ, মোসাদ্দেক, সৈকতদের নিয়ে শিরোপা উল্লাস করতে মরিয়া দলটি। অন্যদিকে, মোস্তাফিজ, এনামুল বিজয় ও তৌহিদ হৃদয়ের দাপুটে ফর্ম আশা দেখাচ্ছে সাউথ জোনকে। দু’দলের শেষবারের দেখায় সেন্ট্রাল জোনকে ৫ উইকেটে হারিয়েছিলো সাউথ।