গত ৩০ বছরের আগের তুলনায় এখন সর্বোচ্চ যুদ্ধের ঝুঁকিতে রয়েছে ইউরোপ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:০১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জানুয়ারী ২০২২
- / ১৫৮৬ বার পড়া হয়েছে
গত ৩০ বছরের আগের তুলনায় এখন সর্বোচ্চ যুদ্ধের ঝুঁকিতে রয়েছে ইউরোপ। চলতি সপ্তাহে তৃতীয় দফায় কূটনৈতিক আলোচনাকালে বৃহস্পতিবার এমন মন্তব্য করেছেন পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জেবিংনিউ রাউ যুক্তরাষ্ট্র এবং ইউরোপে নিরাপত্তা ও সহযোগিতা বিষয়ক সংস্থার (ওএসসিই) ৫৭ জন সদস্যদের উদ্দেশ্যে রাশিয়ার নাম উল্লেখ না করে বলেন, ইউক্রেন, জর্জিয়া, আর্মেনিয়া এবং মলদোভার সঙ্গে সরাসরি বা শীতলভাবে রাশিয়ার সঙ্গে সংঘাতে যুক্ত। তিনি আরও বলেন, ওএসসিই এলাকায় গত ৩০ বছরের আগের যেকোনো সময়ের তুলনায় এখন যুদ্ধের ঝুঁকি অনেক বেশি।