করোনা সংক্রমণরোধে সারাদেশে আজ থেকে শুরু ১১ দফা বিধিনিষেধ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:০১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী ২০২২
- / ১৭১৫ বার পড়া হয়েছে
করোনাভাইরাসের সংক্রমণরোধে সারাদেশে আজ থেকে শুরু হয়েছে বিধিনিষেধ।ঘরের বাইরে মাস্ক পরা বাধ্যতামূলকসহ জারি করা হয়েছে ১১ দফা। কিন্ত মানুষ এসব বিধি নিষেধ মানছেন না।বাড়ির বাইরে মাস্ক ছাড়াই করছেন চলাচল। বালাই নেই স্বাস্থ্যবিধিরও।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপনে বলা হয়, করোনাভাইরাস জনিত রোগের নতুন ধরন ওমিক্রনের প্রাদুর্ভাব ঠেকাতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। দোকান, শপিং মল ও বাজারে ক্রেতা-বিক্রেতা এবং হোটেল-রেস্তোরাঁসহ সকল জনসমাগমস্থলে বাধ্যতামূলক সবাইকে মাস্ক পরতে হবে। অফিস-আদালতসহ ঘরের বাইরে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। এ দিকে ভাড়া না বাড়লে অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন সড়কে চলবে না বলে জানিয়েছেন চালকরা।


















