বাগেরহাটে ট্রাক চাপায় মাদ্রাসার তিন ছাত্রের মৃত্যু

- আপডেট সময় : ০১:৩২:৩৭ অপরাহ্ন, রবিবার, ৯ জানুয়ারী ২০২২
- / ১৫৬২ বার পড়া হয়েছে
বাগেরহাটে ট্রাক চাপায় মাদ্রাসার তিন ছাত্রের মৃত্যু হয়েছে। আজ সকাল ১০টার দিকে ময়নাতদন্ত ছাড়াই হাকিমপুর মাদ্রাসায় জানাজা শেষে মরদেহ পারিবারিকভাবে দাফন করা হয়েছে। এদিকে, পাবনা সদর উপজেলায় আলাদা সড়ক দূর্ঘটনায় এক শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছে।
পুলিশ জানায়, সকাল সাড়ে সাতটার দিকে আতাইকুলার তেলকুপি নামক স্থানে পৌঁছালে রাস্তার মাঝে হঠাৎ ভ্যান ভেঙে পড়ে গেলে বিপরীত দিক থেকে আসা ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানকে চাপা দেয়। রাস্তার পাশে উল্টে যায় ট্রাকটি। ঘটনাস্থলেই ভ্যানচালক রবিউল মারা যায়। আহত অপর দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে সেখানে মোমিনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অপরদিকে, সকাল সাতটার দিকে পাবনা সদর উপজেলার দাপুনিয়ার জোতআদম এলাকায় শ্যালো ইঞ্জিনচালিত করিমনের সাথে সংঘর্ষে মোটরসাইকেল চালক সাজ্জাদ হোসেনের মৃত্যু হয়।
বাগেরহাটে ট্রাক চাপায় মাদরাসার তিন ছাত্রের মৃত্যু হয়েছে। খুলনা আলিয়া মাদরাসায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কিরাত সম্মেলন থেকে ফেরার পথে রোববার রাত একটার দিকে খুলনা-মোংলা মহাসড়কের শ্যামবাগাত নামক স্থানে এই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই বাগেরহাট সদর উপজেলার হাকিমপুর মাদরাসার বিভিন্ন ক্লাসের ছাত্র। সড়ক দুর্ঘটনায় আহত সাকিবকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে থ্রি-হুইলার ও মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ট্রাকসহ চালক পালিয়ে গেছে।