একই ফ্লাইটের ১২৫ জন যাত্রীর শরীরে করোনা শনাক্ত
- আপডেট সময় : ০২:২৪:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ জানুয়ারী ২০২২
- / ১৬১৩ বার পড়া হয়েছে
একই ফ্লাইটের ১২৫ জন যাত্রীর শরীরে করোনা শনাক্ত হয়েছে। ইতালি থেকে ভারতের পাঞ্জাবের অমৃতসরে অবতরণ করা ওই চার্টার্ড বিমানের ১২৫ জন যাত্রীর শরীরে স্থানীয় সময় বৃহস্পতিবার করোনা শনাক্ত হয় বলে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে।
ওই চার্টার্ড বিমানে ১৯ শিশুসহ ১৭৯ জন যাত্রী ছিল। ইতালির মিলান থেকে আসা বিমানটি গতকাল দুপুরে অমৃতসর অবতরণ করে। তবে মাঝে জর্জিয়ার তিবিলিসিতে যান্ত্রিক ত্রুটির কারণে যাত্রাবিরতি নেয় বিমানটি। পাঞ্জাবের প্রাদেশিক স্বাস্থ্যমন্ত্রণালয় জানিয়েছে, ইতালি থেকে যাত্রা শুরুর আগে সব প্রাপ্তবয়স্ক যাত্রীদের করোনা পরীক্ষা করা হয়েছিল। নেগেটিভ রিপোর্ট আসার পরই তারা যাত্রা শুরু করেন।আক্রান্ত ১২৫ যাত্রীকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।এদিকে ভারতের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা আক্রান্ত হয়েছেন ৯০ হাজার ৯২৮ জন। দেশটিতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৬৩০ জন।


























