নারায়ণগঞ্জে ট্রলার ডুবির ঘটনায় এখনও উদ্ধার হয়নি কেউ

- আপডেট সময় : ০৬:৩৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জানুয়ারী ২০২২
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরীতে ট্রলার ডুবির ঘটনায় দ্বিতীয় দিনের মত উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস, নৌ বাহিনী, কোস্টগার্ড ও বিআইডব্লিউটিএর ডুবুরি দল।
সকাল ১০টা থেকে উদ্ধার অভিযান শুরু হয়। তবে এখনো জীবিত বা মৃত কাউকে উদ্ধার করতে পারেনি। নদীর দু’পাশে তীরে অপেক্ষা করছেন নিখোঁজদের স্বজনরা। নিখোঁজ রয়েছে শিশুসহ ১০ জন। ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশর অফিসার আলম হোসেন জানান, কুয়াশার কারণে উদ্ধার অভিযানে ব্যাঘাত ঘটছে। নদীতে কয়েকটি ভাগে চলছে উদ্ধার কাজ। নৌ বাহিনী, কোস্টগার্ড ও বিআইডব্লিউটি-এর ডুবুরি দল নদীতে তল্লাশি চালাচ্ছে। এখনো ডুবে যাওয়া ট্রলার ও কোন মরদেহের খোঁজ পাওয়া যায়নি। এদিকে, ফারহান-৬ লঞ্চটি জব্দ করে চালক, মাষ্টারসহ তিনজনকে গ্রেফতার করেছে নৌপুলিশ। বুধবার রাতে ফতুল্লা থানায় বাদী হয়ে মামলা করেন বিআইডব্লিউটিএ নৌ-নিরাপত্তা বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক বাবু লাল বৈদ্য।