পার্বতীপুরে বালুবাহী ট্রাক-ট্রেন সংঘর্ষ : বন্ধ রেল যোগাযোগ

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৭:০১ অপরাহ্ন, বুধবার, ৫ জানুয়ারী ২০২২
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
দিনাজপুর পার্বতীপুরে ট্রেনের ইঞ্জিনসহ পাঁচটি বগি উল্টে গেছে। মন্মথপুর রেলস্টেশনের দুর্গাপুরে বালুবাহী ট্রাকের সঙ্গে এ সংঘর্ষ ঘটলেও আহত হয়নি কেউ। তবে, বন্ধ রয়েছে দিনাজপুরের সাথে ঢাকার রেল যোগাযোগ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বালুবাহী একটি ট্রাক রেললাইন পার হওয়ার সময় লাইনের উপরে বিকল হয় গেলে ট্রেনের সঙ্গে ধাক্কায় চূর্ণ-বিচূর্ণ হয়ে যায় ট্রাকটি। উল্টে যায় ট্রেনের ইঞ্জিনসহ ৫টি বগি।ট্রেনে যাত্রী না থাকায়, হতাহতের কোন ঘটনা ঘটেনি।এই দুর্ঘটনার পর থেকে দিনাজপুর-ঠাকুরগাঁও-পঞ্চগড়ের সাথে ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে। কাজ চলছে রেল চলাচল স্বাভাবিক করার।