সৌদী আরবে দেখা মিলেছে বিরল তুষারপাত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৮:৫২ অপরাহ্ন, সোমবার, ৩ জানুয়ারী ২০২২
- / ১৬৪১ বার পড়া হয়েছে
বছরের প্রথম দিনে সৌদী আরবের তাবুক শহরে দেখা মিলেছে বিরল তুষারপাত।
আনন্দে উদ্বেলিত স্থানীয় সৌদী নাগারিকরা। স্বপরিবারে তুষারপাত দেখতে ঘর থেকে বের হয়ে আসে অনেকে। নেচে গেয়ে তুষারপাতকে বরন করে নিতে দেখা যায় অনেককে। শিশুরাও আনন্দে মেতে উঠে। সৌদী আরব বরাবরই গরমের কারনে পরিচিত। এ বছর তাবুক অঞ্চলে তুষারপাত দেশটিকে বর্হিবিশ্বে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে।
























