আফগান জনগণের জীবনমান দিন দিন খারাপ হচ্ছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ২ জানুয়ারী ২০২২
- / ১৬০৭ বার পড়া হয়েছে
সাধারণ আফগান জনগণের জীবনমান দিন দিন খারাপ হচ্ছে। অসুস্থ্য বাচ্চাদের নিয়ে হাসপাতালে আসছে মায়েরা। বিনামূল্যে খাবার বিতরণকারী প্রতিষ্ঠানগুলোতে বাড়ছে মানুষের ভীড়।
৯৭ ভাগ আফগান দারিদ্রসীমার নিচে চলে যেতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ। অন্যদিকে বিশ্বস্বাস্থ্য সংস্থা জানিয়েছে, কয়েক লাখ আফগান শিশু পুষ্টিহীনতার ঝুঁকিতে আছে। গত বছরের ১৫ আগস্ট তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করে। এরপর ভঙ্গুর আফগান অর্থনীতি এখন পুরোপুরি ভেঙে যাওয়ার দ্বারপ্রান্তে। হাসপাতালের চিকিৎসা সেবা চালিয়ে যাওয়ার মতো পর্যাপ্ত অর্থ বর্তমান শাসক তালেবানের হাতে নেই। আফগানিস্তানের অর্থনীতি টিকে ছিল আন্তর্জাতিক সাহায্যের মাধ্যমে। বাজেটের ৮০ ভাগই যেতো বাইরের দেশ থেকে। আফগানিস্তানের বিপুল পরিমান টাকা যুক্তরাষ্ট্র আটকে রেখেছে বলে অভিযোগ করে দেশটি।