কক্সবাজার সমুদ্র সৈকতে হাজারো মানুষের ঢল

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ১ জানুয়ারী ২০২২
- / ১৭১৪ বার পড়া হয়েছে
খ্রিষ্টীয় নববর্ষের প্রথমদিনে কক্সবাজার সমুদ্র সৈকতে হাজারো মানুষের ঢল নেমেছে। সৈকতে ঘুরে বেড়াচ্ছেন স্থানীয়রাও।
তবে সম্প্রতি নেতিবাচক কিছু ঘটনাকে কেন্দ্র করে গত বছরগুলোর তুলনায় এবার আশানুরূপ পর্যটক আসেনি বলে জানান উদ্যোক্তারা। সকাল থেকে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের লাবনী, সুগন্ধা এবং কলাতলীসহ গুরুত্বপূর্ণ পয়েন্টেগুলোতে লোকে লোকারন্য হয়ে পড়ে। আগত পর্যটকদের নিরাপত্তায় টুরিস্ট পুলিশ ও রেবের বিশেষ টহল জোরদার করা হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মাঠে কাজ করছে ভ্রাম্যমাণ মোবাইল টিম। নতুন বছরে নতুন প্রত্যাশার কথা জানান পর্যটকরা।