গহীনের গান
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৫৮:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুন ২০১৬
- / ১৮৩০ বার পড়া হয়েছে
এসএ টেলিভিশন এর সরাসরি সঙ্গীত বিষয়ক অনুষ্ঠান ‘গহীনের গান’। গহীনের গান অনুষ্ঠানে দর্শক তাঁর পছন্দের গান প্রিয় শিল্পীর কাছ থেকে শুনতে পারবেন, পাশাপাশি শিল্পীর সাথে ভিডিও কল করেও কথা বলতে পারবেন। এছাড়া প্রিয় শিল্পীর সাথে কথা বলার জন্য ফোন করতে হবে ০২-৯৮৯৫০৭১, ৯৮৯৫২৬৬, ৯৮৯৫৪১৭ এবং ৯৮৯৬৩৭৯ নাম্বারে।













