মিয়ানমারে গণহত্যা নিয়ে নতুন তথ্য সামনে আনল বিবিসি

- আপডেট সময় : ০২:৩১:৩৪ অপরাহ্ন, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
মিয়ানমারে গণহত্যা নিয়ে নতুন তথ্য সামনে আনল বিবিসি। গত জুলাইয়ে দেশটির কয়েকটি স্থানে গণহত্যা চালানো হয়। এতে কমপক্ষে ৪০ জন মানুষকে হত্যা করা হয়েছে বলে তথ্য উঠে আসে এই প্রতিবেদনে। আজ প্রতিবেদনটি প্রকাশ করে বিবিসি।
গণহত্যা চালানোর সময় বেঁচে ফেরা লোকদের কাছ থেকে উঠে আসে এসব তথ্য। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘরে ঘরে তল্লাশি চালিয়ে নির্যাতন করে গ্রামবাসীদের হত্যা করা হয়। এসব ঘটনার বেশকিছু ভিডিও ফুটেজ ও ছবি প্রকাশ করেছে বিবিসি। গত জুলাইয়ে সাগাইং জেলার কানি টাউনশিপে এসব হত্যাকাণ্ড চালানো হয়। এই এলাকাটি বর্তমানে জান্তা সরকারবিরোধীদের ঘাঁটি হিসেবে পরিচিত। বিবিসি বলছে, ইন নামের একটি গ্রামে সবচেয়ে বড় হত্যাকাণ্ড চালানো হয়। সেখানে কমপক্ষে ১৪ জনকে পিটিয়ে হত্যা করে তাঁদের মরদেহ জঙ্গলের গর্তে ফেলে দেয়া হয়। চলতি বছরের ফেব্রুয়ারিতে সু চিকে হটিয়ে ক্ষমতা দখল করে সামরিক বাহিনী। এর পর থেকেই দেশটিতে প্রতিবাদ হচ্ছে। এসব বিক্ষোভে নিয়মিত হামলা চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। এ নিয়ে নতুন করে তদন্ত শুরু করেছে জাতিসংঘ।