ইরাকে এক হাজার স্কুল বানাচ্ছে চীন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৩:২৫ অপরাহ্ন, শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
ইরাকে এক হাজার স্কুল বানাচ্ছে চীন। এ বিষয়ে দুই দেশের মধ্যে ১৫টি চুক্তি হয়েছে। বৃহস্পতিবার ইরাকি প্রধানমন্ত্রী মুস্তফা আল-কাধিমির উপস্থিতিতে এই চুক্তি হয়। এসময় চীনের পক্ষ উপস্থিত ছিলেন পাওয়ার কনস্ট্রাকশন করপোরেশন অব চায়নার ভাইস প্রেসিডেন্ট লি ডেজ।
গত বছর সই হওয়া এক সমঝোতা স্মারকের প্রেক্ষিতে ইরাকের বিভিন্ন এলাকায় এসব স্কুল তৈরি করছে চীন।পাওয়ার কনস্ট্রাকশন করপোরেশন অব চায়না, তৈরি করবে ৬৭৯টি এবং সিনোটেকের আঞ্চলিক শাখা তৈরি করবে বাকি ৩২১টি স্কুল। তবে দেশটিতে নিজেদের কর্মকর্তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছে চীন। গত নভেম্বরে ইরাকের সামরিক কর্তৃপক্ষ নিরাপত্তা জোরদারের কথা জানিয়েছিল। ইরাকের জয়েন্ট অপারেশন কমান্ড দেশটির নিরাপত্তা বিভাগকে এবিষয়ে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন।