জাপানের ওসাকা নগরীর এক বহুতল ভবনে আগুন লেগে ২৭ জনের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৫০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ ডিসেম্বর ২০২১
- / ১৫৮৬ বার পড়া হয়েছে
জাপানের ওসাকা নগরীর এক বহুতল ভবনে আগুন লেগে ২৭ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করছে দেশটির ফায়ার সার্ভিসের কর্মীরা।আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, শুক্রবার ওসাকা শহরের একটি শপিং এবং বিনোদন এলাকায় একটি আটতলা বিল্ডিংয়ের চতুর্থ অথবা পঞ্চম তলায় আগুন লাগে।
স্থানীয় ফায়ার সার্ভিস বিভাগ জানায়, সকাল ১০টা ২০ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় তারা। সকাল ১০টা ৪৫-এর মধ্যে আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হন। আগুন নিভিয়ে ফেলার ফায়ার সার্ভিস কর্মীরা আশঙ্কাজনক অবস্থায় ২৭ জনকে উদ্ধার করে। দগ্ধ ২৭ জনের মৃত্যুর আশঙ্কা রয়েছে। তাদের শ্বাসনালী পুড়ে গেছে। তাদের কারও হার্ট অ্যাটাক হয়েছে বলেও জানা গেছে। আগুন নিভিয়ে ফেলা হলেও তাৎক্ষণিকভাবে আগুনের কারণ জানা যায়নি বলে জানিয়েছে দেশটির ফায়ার সার্ভিসের কর্মীরা।























