বিশ্বে প্রথমবারের মতো বৃটেনে অমিক্রণে একজনের মৃত্যু

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১
- / ১৫৯২ বার পড়া হয়েছে
বিশ্বে প্রথমবারের মতো বৃটেনে একজন অমিক্রনে মারা গেলেন। বিষয়টি সে দেশের প্রধানমন্ত্রী নিশ্চিত করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, ডেলটার চেয়ে করোনার ওমিক্রন ধরন বেশি দ্রুত ছড়ায়। এটি টিকার কার্যকারিতা হ্রাস করে।
তবে প্রাথমিক তথ্য অনুসারে, ধরনটি কম গুরুতর লক্ষণ সৃষ্টি করে। রোববার ডব্লিউএইচও এসব কথা জানায়। চলতি বছরের শুরুতে ভারতে করোনার ডেলটা ধরন শনাক্ত হয়। বিশ্বে করোনার বেশিরভাগ সংক্রমণের জন্য ডেলটা ধরনকে দায়ী করা হয়। সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় অমিক্রন ধরন শনাক্তের পর বিশ্বজুড়ে উদ্বেগ সৃষ্টি হয়। পরে বিশ্বের বিভিন্ন দেশ দক্ষিণ আফ্রিকার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে। এ ছাড়া অভ্যন্তরীণ পর্যায়েও নানা বিধিনিষেধ জারি করা হয়। এদিকে, করোনার অমিক্রনে আক্রান্ত হয়ে ব্রিটেনে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন।