রাজবাড়ী সদর উপজেলায় একটি জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১
- / ১৬৫০ বার পড়া হয়েছে
রাজবাড়ী সদর উপজেলায় একটি জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সকাল ৬টার দিকে আলাদিপুর এলাকার ‘রাজবাড়ী জুট মিলে’ আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে রাজবাড়ী ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রনে আনে। উৎপাদন কারখানার ১ নম্বর ইউনিটে তেলের ট্যাংকি থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানায়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানায়, দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।


























