সাতক্ষীরা ও ব্রাহ্মণবাড়িয়ার সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রসহ ৪ জন নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১২:০০ অপরাহ্ন, বুধবার, ১ ডিসেম্বর ২০২১
- / ১৫৯৮ বার পড়া হয়েছে
সাতক্ষীরা ও ব্রাহ্মণবাড়িয়ার আলাদা সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রসহ ৪ জন নিহত হয়েছে।
সাতক্ষীরায় আলাদা সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাতে নাথপাড়া মোড়ে ট্রাক চাপায় মারা যান কিশোর রাসেল। সদর উপজেলার আলীপুর হাটখোলা থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার সময় এই দুর্ঘটনা ঘটে। এদিকে, একই দিন বিকালে কালিগঞ্জের নলতার চৌমুহনীতে বাসের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত উত্তম ঘোষ হাসপাতালে মারা যান।
ব্রাহ্মণবাড়িয়ার আলাদা দুর্ঘটনায় কলেজ ছাত্রসহ ২ জন নিহত হয়েছেন। রাত ৮টার দিকে সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়কের ধরন্তী আকাশি বিল হাওর এলাকায় মোটরসাইকেল ও ভ্যান গাড়ির সংঘর্ষে সোহান চৌধুরী নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়। এদিকে, সন্ধ্যায় নবীনগরের তিতাস নদীতে স্পীডবোট ও নৌকার সংঘর্ষে নিহত হন আতিকুর রহমান নামে এক ব্যক্তি।