ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ সামরিক শক্তি নিয়ে দাঁড়ানোর হুঁশিয়ারি দিলো ইসরায়েল

- আপডেট সময় : ১২:৩৭:০৬ অপরাহ্ন, বুধবার, ২৪ নভেম্বর ২০২১
- / ১৭৩১ বার পড়া হয়েছে
ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ সামরিক শক্তি নিয়ে দাঁড়ানোর হুঁশিয়ারি দিলো ইসরায়েল। তেহরানের সাথে সমঝোতার জন্য যখন তোড়জোড় চলছে দু’পক্ষেই, তখন ভিন্ন চিত্র তেল আবিবে।
ইরানের সাথে কোনো আন্তর্জাতিক চুক্তি মেনে নেয়া হবে না জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। পরমাণু আলোচনা ইস্যুতে আই.এ.ই.এ প্রধান রাফায়েল গ্রসি যখন তেহরান সফর করছেন সেসময়ই এলো এ হুমকি। ইসরায়েলের স্পষ্ট বার্তা, ইরানের সাথে হওয়া কোনো ধরনের চুক্তি মেনে নেয়া হবে না। প্রয়োজনে সর্বোচ্চ সামরিক শক্তি নিয়ে ইরানের মুখোমুখি হওয়ার হুমকিও দেয়া হয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেন, পরমাণু শক্তির ছায়ায় ইরান তার মিত্রদের নিয়ে নতুন শক্তি হিসেবে আবির্ভূত হতে চায়। দিনকে দিন ইরান শক্তিশালী হয়ে উঠছে দ্বিতীয়বার কোনো পরমাণু চুক্তি হবে না। জাতিসংঘের উদ্যোগে হওয়া ইরান ও ছয় পরাশক্তির চুক্তির কঠোর সমালোচনাও করে তেল আবিব। ইরানকে সতর্কবার্তা দিতে কিছুদিন আগে লোহিত সাগরে মার্কিন যুদ্ধজাহাজের সঙ্গে যৌথ মহড়ায় ইসরাইল, আমিরাত ও বাহরাইনের নৌবাহিনী।