যুক্তরাষ্ট্রে বড়দিনের প্যারেডে গাড়ি তুলে দেওয়ায় নিহত ৫ ও আহত ৪০

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১
- / ১৫৯৭ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রে বড়দিনের একটি প্যারেডের মধ্য দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ায় পাঁচ জন নিহত ও ৪০ জন আহত হয়েছে। স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় উইসকনসিনের ওয়াউকেশা-তে এ ঘটনা ঘটে।
গণমাধ্যম প্রতিবেদনে বলা হয়, এদিন ওয়াউকেশা-তে ক্রিসমাসের প্যারেডে লোকজন আনন্দে মেতে উঠে। এক পর্যায়ে একটি লাল এসইউভি গাড়ি পার হওয়ার জন্য হর্ন দিচ্ছিল। পরে, গাড়িটি প্যারেডের মধ্যে তুলে দেওয়া হলে হতাহতের ঘটনা ঘটে। পুলিশের পক্ষ থেকে দুর্ঘটনা ও হতাহতের খবর নিশ্চিত করা হয়েছে। আহতদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান স্থানীয় পুলিশ প্রধান ডেনিয়েল থমসন। তবে পরিবারের সদস্যদের না জানানো পর্যন্ত নিহতদের নাম, পরিচয় প্রকাশে অস্বীকৃতি জানিয়েছেন তিনি। প্যারেডে ঢুকে পড়া গাড়িটি এরইমধ্যে শনাক্ত করেছে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে।