সুদানে অভ্যুত্থান-বিরোধী বিক্ষোভে গুলি চালিয়ে ১০ জনকে হত্যা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১
- / ১৬১৭ বার পড়া হয়েছে
সুদানে অভ্যুত্থান-বিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনী গুলি চালিয়ে ১০ জনকে হত্যা করেছে। আহত হয়েছে অর্ধশতাধিক। গ্রেপ্তার হয়েছে অনেকে।
সামরিক অভ্যুত্থানের পর সেনাশাসনের বিরোধিতায় দেশটির রাজপথে বিক্ষোভে নামে হাজার হাজার মানুষ। গতকাল বিক্ষোভকারীরা রাজধানীর খার্তুম,বাহরি এবং ওমদুরমান শহরে মিছিল করে। এসময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের উপর গুলি এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করে।এতে ১০ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে দুইজন খার্তুমে, সাতজন বাহরিতে এবং একজন ওমদুরমানের।এর আগে শহরগুলোতে বিচ্ছিন্ন করে দেওয়া হয় মোবাইল সংযোগ। নিহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে সুদানের নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।