জাতিসংঘে প্রথমবারের মতো সর্বসম্মতিক্রমে রোহিঙ্গা সুরক্ষা প্রস্তাব গৃহীত

- আপডেট সময় : ০৪:৫০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
রোহিঙ্গা সুরক্ষা প্রস্তাব জাতিসংঘে প্রথমবারের মতো সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। ওআইসি ও ইউরোপীয় ইউনিয়ন যৌথভাবে এটি উত্থাপন করে।
এবারের রেজুলেশনে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন প্রক্রিয়া নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নেয়া যাবে। এমনটা মনে করছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা। বুধবার জাতিসংঘে ‘মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমসহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানবাধিকার পরিস্থিতি’ শিরোনামের রেজুলেশনটি গৃহীত হয়। রোহিঙ্গা সংকট সমাধানে এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃঢ় প্রতিশ্রুতি বলে মন্তব্য করেন রাবাব ফাতিমা। রোহিঙ্গাদের নিয়ে বাংলাদেশে দীর্ঘমেয়াদী সমস্যা তৈরি হচ্ছে। প্রত্যাবাসনের কোনো অগ্রগতি না হওয়ায় তাদের হতাশা ক্রমশ তীব্র হচ্ছে। এতে করে এ অঞ্চলে নানা ধরনের নিরাপত্তাজনিত উদ্বেগ ও অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।