জো বাইডেন ও সি চিন পিং স্থানীয় সময় আজ সোমবার ভার্চ্যুয়াল বৈঠকে বসবেন

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫০:০৪ অপরাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিং স্থানীয় সময় আজ সোমবার ভার্চ্যুয়াল বৈঠকে বসবেন। দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই এ আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ক্ষমতার লড়াইয়ে প্রতিদ্বন্দ্বী দুই দেশের নেতা গত সপ্তাহে জলবায়ু সম্মেলন নিয়ে যৌথ ঘোষণা দেন। স্কটল্যান্ডের গ্লাসগোতে তাঁদের এই যৌথ ঘোষণা দেয়া হয়। তাইওয়ানে সামরিক মহড়া নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা চলছে। আজ বাইডেন ও সির বৈঠকে অমীমাংসিত বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হবে। বাইডেন ও সির আলোচনার টেবিলে গুরুত্ব পাবে সাইবার নিরাপত্তা, বাণিজ্য ও পরমাণু নিরস্ত্রীকরণ ইস্যু। স্থানীয় সময় গতকাল শুক্রবার এক বিবৃতিতে হোয়াইট হাউস জানায়, দুই নেতা নিজেদের অভিন্ন স্বার্থ নিয়ে আলোচনা করবেন।