চট্টগ্রামে এক বছর পর একই ফ্ল্যাটে আবারো গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৬ জন দগ্ধ
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:২৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ৩ নভেম্বর ২০২১
- / ১৬৩১ বার পড়া হয়েছে
চট্টগ্রামে এক বছর পর একই ফ্ল্যাটে আবারো গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৬ জন দগ্ধ হয়েছেন।এর মধ্যে চট্টগ্রাম মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন একজন মারা গেছেন
সোমবার রাতে আগুনে পুড়ে যায় ৫ জনের শ্বাসনালী। ভবনের বাসিন্দারা জানান, গত ৩/৪ দিন ধরে গ্যাস লাইন লিক হওয়ার বিষয়টি ভবন মালিককে জানানো হয়েছে। তবুও ব্যবস্থা না নেয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস জানায়,আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশন থেকে একটি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে দমকল বাহিনী পৌঁছনোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিদগ্ধরা হলো, সাজেদা বেগম এবং তার ৫ সন্তান শাহজাহান, দিলরুবা, মাহিয়া, জীবন ও স্বাধীন। গত নভেম্বরে একই ভবনের এই একই ফ্লাটে গ্যাস লাইনের বিস্ফোরণে ৩ জন মারা যায়।



















