ওয়ান্ডারার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জয় গোপাল সরকারকে হাইকোর্টের দেওয়া জামিন বাতিল

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৩৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১
- / ১৫৯৮ বার পড়া হয়েছে
ক্যাসিনো কাণ্ডসহ বিভিন্ন অভিযোগে ওয়ান্ডারার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জয় গোপাল সরকারকে হাইকোর্টের দেওয়া জামিন বাতিল করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।
একইসঙ্গে মামলাগুলো ১ বছরের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন আদালত। আদালতে দুদক, রাষ্ট্র এবং আসামি পক্ষের আইনজীবীদের শুনানি শেষে আপিল বিভাগ এই আদেশ দেন। এর আগে চলতি বছরের ১৮ আগস্ট ক্যাসিনোবিরোধী অভিযানে গ্রেপ্তার জয় গোপালকে পৃথক চার মামলায় জামিন দেন হাইকোর্ট। জয় গোপাল ওয়ান্ডারার্স ক্লাবের একজন ফুটবলার থেকে ২০১৪ সালে ক্লাবটির সাধারণ সম্পাদক হন। তার হাত ধরেই গেন্ডারিয়ার আওয়ামী লীগ নেতারা ক্যাসিনোকাণ্ডে জড়িত হয় বলে জানায় সিআইডি।