সিলেটের পর্যটন শিল্পের অগ্রগতিতে বিনিয়োগ করছে অগ্রণী ব্যাংক
- আপডেট সময় : ০৫:৪৩:০৯ অপরাহ্ন, রবিবার, ৩১ অক্টোবর ২০২১
- / ১৬৫১ বার পড়া হয়েছে
সিলেটের পর্যটন শিল্পের অগ্রগতিতে বিনিয়োগ করছে অগ্রণী ব্যাংক। এ তথ্য জানিয়েছেন, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শামসুল ইসলাম। আন্তর্জাতিক মানের স্বনামধন্য গ্র্যান্ড প্যালেসের মতো চেইন হোটেল স্থানীয় পর্যটন শিল্পকে এগিয়ে নিতে ব্যাপক ভূমিকা রাখবে বলেও মনে করেন তিনি।
দেশের ব্যবসা বাণিজ্যের প্রসারে অর্থের লেনদেনে সক্রিয় ভূমিকা রাখছে রাষ্ট্রীয় ও বাণিজ্যিক ব্যাংকগুলো। তেমনই একটি নির্ভরযোগ্য নাম অগ্রণী ব্যাংক। সিলেটের আলমপুরে শনিবার সকালে ব্যাংকটির নিজস্ব ভবন উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শামস-উল ইসলাম।
একইদিন সন্ধ্যায়… অগ্রণী ব্যাংক জিন্দাবাজার শাখায় আয়োজন করা হয় করোনা পরবর্তী অফলাইন ট্রেনিং কার্যক্রমের।
তিনদিনের সিলেট ভ্রমণে দেশের প্রথম চেইন হোটেল গ্র্যান্ড প্যালেসে অবস্থান করে সেবা ও মান নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন তিনি। পর্যটন খাতকে এগিয়ে নিতে ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন এই অর্থনীতিবিদের।
সিলেটসহ সারাদেশে পর্যটন শিল্পের সমৃদ্ধতায় হোটেল রিসোর্ট খাতে বিনিয়োগে অগ্রণী ব্যাংক আগ্রহী বলেও জানান তিনি।



















