অভ্যুত্থানের বিরোধিতা করায় ৬ রাষ্ট্রদূতকে বরখাস্ত করলেন সুদানের সেনাশাসক
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৮:৫৭:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১
 - / ১৬০৯ বার পড়া হয়েছে
 
অভ্যুত্থানের বিরোধিতা করায় বিভিন্ন দেশে নিয়োজিত ৬ রাষ্ট্রদূতকে বরখাস্ত করলেন সুদানের সেনাশাসক আবদেল ফাতাহ্ আল-বুরহান।
বরখাস্ত হওয়া সুদানী রাষ্ট্রদূতরা যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স, কাতার, ইইউ এবং সুইজারল্যান্ডের জেনেভায় নিয়োজিত ছিলেন। তারা মূলত সেনা অভ্যুত্থানের মাধ্যমে দেশে অস্থিরতা ছড়ানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। সেনাশাসনের কঠোর নিন্দা জানান তারা। এদিকে, সুদানে চতুর্থ দিনে গড়িয়েছে অভ্যুত্থান-বিরোধী আন্দোলন। ২৫ অক্টোবর অভ্যুত্থানের মাধ্যমে সুদানের ক্ষমতা দখল করে সেনাবাহিনী।
																			
																		















