বর্তমান সরকারের মূল লক্ষ চিকিৎসা সেবা মানুষের দোড় গোড়ায় পৌঁছে দেয়া

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫২:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১
- / ১৫৮১ বার পড়া হয়েছে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান বলেছেন, বর্তমান সরকারের মূল লক্ষ চিকিৎসা সেবা মানুষের দোড় গোড়ায় পৌঁছে দেয়া।
দুপুরে সাভারের আশুলিয়ার বাইশমাইল এলাকায় গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে সাবরিনা কামাল তন্বী আইসিইউ উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছেন। উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা ২০ আসনের সংসদ সদস্য বেনজীর আহমেদ, গণস্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য লায়লা পারভীনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।