আজ জাতিসংঘ দিবস

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৬:১৯ অপরাহ্ন, রবিবার, ২৪ অক্টোবর ২০২১
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
জাতিসংঘ দিবস আজ। পৃথিবী থেকে যুদ্ধকে বিদায় জানানো এবং শান্তি প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে গঠিত সংস্থাটি পুরোপুরি সফল হয়নি। বিরোধপূর্ণ ইস্যুগুলোয় জাতিসংঘ কার্যকারিতা হারানোর পরিপ্রেক্ষিতে এই বিশ্ব সংস্থার সংস্কারের কথা উঠছে।
জাতিসংঘের বড় ব্যর্থতা ফিলিস্তিনি সংকট নিরসন এবং রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে না পারা। নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য দেশগুলোর ভেটো ক্ষমতা এক্ষেত্রে বড় বাধা। ইসরাইলের অন্যায়ের বিরুদ্ধে যে কোনো প্রস্তাবে ভেটো প্রয়োগ করে যুক্তরাষ্ট্র। অপরদিকে রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে মিয়ানমারের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে ভেটো দিচ্ছে চীন। এমন পরিস্থিতিতে জাতিসংঘ আজ ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে। নিরাপত্তা পরিষদের সংস্কার এবং সাধারণ পরিষদের প্রস্তাব বাস্তবায়নের সুপারিশ নিয়ে এখন কাজ করছে জাতিসংঘ।