টানা ভারী বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে নেপালে প্রাণহানির সংখ্যা বেড়ে ১০৪

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৩:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২২ অক্টোবর ২০২১
- / ১৫৬২ বার পড়া হয়েছে
টানা ভারী বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে নেপালে প্রাণহানির সংখ্যা বেড়ে ১০৪ হয়েছে। গতকাল বৃহস্পতিবার দেশের বিভিন্ন অংশে নতুন করে আরও ১৬ জনের মৃত্যুর কথা জানা যাওয়ার পর মোট মৃতের সংখ্যা ১০০ ছাড়ায়। নেপালের কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা পিটিআই।
দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ থেকে সবশেষ প্রকাশিত তথ্যে জানানো হয়েছে, আরও ৪১ জন আহত হয়েছেন। এ ছাড়া আরও ৪১ জনের খোঁজ পাওয়া যাচ্ছে না। নেপালের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, গত তিন দিন অবিরাম বৃষ্টির পর দেশের বিভিন্ন অংশে বন্যা, ভূমিধস ও প্লাবন দেখা দিয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১০৪ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া ফসলের ক্ষেত তলিয়ে গেছে। নদীর পানি বেড়ে ঘরবাড়ি, সড়ক ও সেতু ভাসিয়ে নিয়ে গেছে।কর্মকর্তারা বলেছেন, প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছে নেপালের ২০টি জেলা।