আগামী বছর এসএসসি পরীক্ষার সিলেবাস সংক্ষিপ্ত করার কোনো সুযোগ নেই
- আপডেট সময় : ০৭:২২:৩৯ অপরাহ্ন, বুধবার, ৬ অক্টোবর ২০২১
- / ১৬০৪ বার পড়া হয়েছে
আগামী বছরের এসএসসি পরীক্ষার সিলেবাস আর সংক্ষিপ্ত করার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।তিনি বলেন, যা করা হয়েছে তার ওপরে পাঠদান শেষে নেওয়া হবে পরীক্ষা।
সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে চক্ষু চিকিৎসা ও ডায়াবেটিস পরীক্ষার অনুষ্ঠান শেষে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, সংক্ষিপ্ত সিলেবাস আরও সংক্ষিপ্তকরণের জন্য কেউ আন্দোলন করলে তা আমলে নেওয়া হবে না। সিলেবাস সংক্ষিপ্ত করার থেকে ক্লাসে পাঠদানের প্রতি শিক্ষার্থীদের মনোযোগী হওয়ার পরামর্শ দেন শিক্ষামন্ত্রী। এর আগে চক্ষু চিকিৎসা ও ডায়াবেটিস পরীক্ষা উদ্বোধন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নেগেটিভ নিউজের পাশাপাশি পজিটিভ নিউজকে গুরুত্ব দিয়ে তা প্রকাশ করার অনুরোধ করেন তিনি। এ সময় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরসালিন নোমানী, সাধারণ সম্পাদক মসিউর রহমান খান, আর্কিটেক্ট নিখিল চন্দ্র গুহসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

















