ভারত থেকে আমদানি করা পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ১২ টাকা
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ৬ অক্টোবর ২০২১
- / ১৬৪৭ বার পড়া হয়েছে
হিলি স্থলবন্দরে ৪ দিনের ব্যবধানে ভারত থেকে আমদানি করা পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ১২ টাকা।
আমদানিকারকরা জানিয়েছে, বন্যার কারণে ভারতের লেডিং পয়েন্টগুলোতে পেঁয়াজের সরবরাহ কমেছে। দুর্গা পূজার ছুটির কারণে বন্দরে আমদানি-রফতানি বন্ধ থাকবে। এ কারণে পাইকাররা সাময়িকভাবে মজুদ করে রাখছেন পেঁয়াজ। তবে বাজারের হঠাৎ উর্ধমুখী এই পরিস্থিতিকে ক্ষণস্থায়ী বলছেন আমদানিকারকরা। তাদের মতে, পূজার ছুটির পর সরবরাহ বাড়লে দাম পাইকারি পর্যায়ে ৩৮ থেকে ৪০ টাকায় নেমে আসবে। বর্তমানে হিলি স্থলবন্দর দিয়ে প্রতিদিন ২০ থেকে ২৫ ট্রাক পেঁয়াজ আমদানি হচ্ছে।

















