মন্টানায় ট্রেন লাইনচ্যুতির ঘটনায় নিহত ৩ : আহত ৫০ জন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৮২ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্যে একটি ট্রেন লাইনচ্যুতির ঘটনায় তিনজন নিহত ও ৫০ জন আহত হয়েছে। শনিবার এ দুর্ঘটনা ঘটে।
মন্টানার দুর্যোগ ব্যবস্থাপনা ও জরুরি সহায়তা বিভাগ নিউইয়র্ক টাইমসকে ঘটনাটি নিশ্চিত করেছে। রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান অ্যামট্রাক-এর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, সিয়াটেল থেকে শিকাগো যাওয়ার পথে উত্তর-মধ্য মন্টানায় এ ঘটনা ঘটে। স্থানীয় সময় বিকাল ৪টার দিকে উত্তর মন্টানার কাছে জপলিন এলাকায় পৌঁছলে ট্রেনটির পাঁচটি বগি লাইনচ্যুত হয়। এতে তিন জন মারা যান এবং আহত হন অন্তত ৫০ জন। ট্রেনটিতে ১৪৭ জন যাত্রী এবং ১৩ জন ক্রু ছিলেন।




















