সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ ও পঞ্চম শ্রেণির পাঁচজন শিক্ষার্থী করোনা আক্রান্ত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৪১ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার বাহাদুরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ ও পঞ্চম শ্রেণির পাঁচজন শিক্ষার্থী করোনা আক্রান্ত হয়েছে। ফলে ঐ দুই শ্রেণীর ক্লাস বন্ধ রেখেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলার জগন্নাথপুর বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা: ফারহানা পারভীন। তাৎক্ষণিকভাবে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়। ঊর্ধ্বতন কর্মকর্তার মৌখিক নির্দেশে আপাতত চতুর্থ ও পঞ্চম শ্রেণীর পাঠদান বন্ধ করা হয়েছে এবং প্রথম শ্রেণী থেকে তৃতীয় শ্রেণীর পাঠদান কার্যক্রম সচল রয়েছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, যেসব বিদ্যালয়ের শ্রেণীর শিক্ষার্থীরা করোনায় আক্রান্ত হয়েছে, তাই তাৎক্ষণিকভাবে ক্লাস বন্ধ রাখা হয়েছে।