মডার্নার প্রধান নির্বাহী কর্মকর্তা স্টেফানস ব্যানসেল এক বছরের মধ্যেই করোনার সমাপ্তির আশা
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ সেপ্টেম্বর ২০২১
- / ১৬১৫ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের টিকা প্রস্তুতকারক প্রতিষ্ঠান মডার্নার প্রধান নির্বাহী কর্মকর্তা স্টেফানস ব্যানসেল এক বছরের মধ্যেই করোনা ভাইরাস মহামারির সমাপ্তির আশা করছেন।
এর পেছনে যুক্তি হিসেবে করোনার টিকার উৎপাদন বৃদ্ধি ও বৈশ্বির সরবরাহ বাড়ার কথা বলেছেন তিনি। সুইজারল্যান্ডের একটি পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন তিনি। ব্যানসেল বলেছেন, গত ছয় মাসে টিকা উৎপাদন–সক্ষমতা বৃদ্ধির দিকে তাকালে দেখা যাবে, আগামী বছরের মাঝামাঝিতে পর্যাপ্ত পরিমাণ করোনার টিকা সহজলভ্য থাকবে। তাতে বিশ্বের প্রত্যেককে টিকা দেয়া সম্ভব হবে। প্রয়োজনে বুস্টার ডোজও দেয়া সম্ভব হবে।ব্যানসেল আরও বরেন, নবজাতকদের জন্যও শিগগিরই টিকাদান কর্মসূচি চালু করা সম্ভব হবে।


























