মিয়ানমারের একটি অঞ্চলে জান্তা সরকার বিরোধীদের সঙ্গে সেনাবাহিনীর তুমুল সংঘর্ষ চলছে
- আপডেট সময় : ০২:২২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ সেপ্টেম্বর ২০২১
- / ১৬৩৭ বার পড়া হয়েছে
মিয়ানমারের একটি অঞ্চলে জান্তা সরকার বিরোধীদের সঙ্গে সেনাবাহিনীর তুমুল সংঘর্ষ চলছে। এই অবস্থার মধ্যে ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে মানুষ। এরই মধ্যে প্রায় সাড়ে পাঁচ হাজার মানুষ সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নিয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম গুলো দাবি করেছে।
বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ভারতের সীমান্তসংলগ্ন মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় শিন রাজ্যের থান্টলাং শহরে কয়েক দিন ধরে স্থানীয় মিলিশিয়া ও সেনাবাহিনীর মধ্যে সংঘাত চলছে। সেনাদের গুলিতে একজন খ্রিষ্টান যাজকের মৃত্যুর খবর পাওয়া গেছে। গত কয়েক দিনের সংঘর্ষে স্থানীয় থান্টলাং শহরে অন্তত ২০টি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি থমাস অ্যান্ড্রু বলেন, ‘থান্টলাং শহরটি নরকে পরিণত হয়েছে। এক সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে গত পহেলা ফেব্রুয়ারি মিয়ানমারে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। জান্তার দমন–পীড়নে দেশটিতে এখন পর্যন্ত ১ হাজারের বেশি বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে জানিয়েছে অধিকার সংগঠন অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স। আটক করা হয়েছে শিল্পী, সাংবাদিক, শিক্ষকসহ ছয় হাজারের বেশি নারী ও পুরুষ।
























