বান্দরবানে পাহাড় ধসে নিখোঁজ তিন জনের মধ্যে ২ জনের মরদেহ উদ্ধার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:০০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
বান্দরবানে সদর উপজেলা ছাইংগ্যা ত্রিপুরা পাড়ায় পাহাড় ধসে নিখোঁজ তিন জনের মধ্যে ভাই-বোনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সকালে ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরে বোনের মরদেহ এবং সাঙ্গু নদীর মোহনা থেকে তার ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়। তাদের মা এখনও নিখোঁজ রয়েছে। পুলিশ জানায়, গতকাল বুধবার সন্ধ্যায় জুমক্ষেত থেকে ফিরে একটা ঝিরিতে গোসল করছিলেন তারা। এ সময় ভারী বৃষ্টিতে পাহাড় ধস হয়। এই ঘটনায় কৃষ্ণাতি ত্রিপুরা এবং তার মেয়ে বাজেরুং ত্রিপুরা ও ছেলে প্রদীপ ত্রিপুরা নিখোঁজ হয়। বৃষ্টির পানিতে তারা ভেসে যায় বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।